প্রকাশিত: Fri, Apr 7, 2023 6:17 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:43 AM

বড় দলগুলো না এলে নির্বাচনের বৈধতা শূন্যের কোঠায় যাবে: সিইসি

এম এম লিংকন: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ অংশ না নিলেও নির্বাচনের আইনগত বৈধতা থাকবে। লেজিটিমেসি আর লিগ্যালিটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। লিগেলি নির্বাচন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু ল্যাজিটিমিট হয়তো হবে না। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ল কি না, সেটা আমরা এখনো বলতে পারবো না। আমরা প্রথম থেকে বলেছি, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সে লক্ষ্যে আমাদের প্রয়াস শেষ পর্যন্ত অব্যহত থাকবে। আমরা জোর করে কাউকে আনতে পারছি না। কিন্তু আপিল আমরা করেই যাবো। আমাদের কথায় যে সাড়া দেবেন তাও নয়। সংকট সরকারের সঙ্গে সরকারি দলের সঙ্গে রাজনৈতিক দলের হয়ে থাকে। আমরা বলবো, রাজনৈতিক সেই সঙ্কটগুলো আপনারাই নিরসন করে নির্বাচনকে সহজ এবং নির্বাচন কমিশনের জন্য অনুকূল করে দেন। 

ইসির কি ভূমিকা নেওয়ার কোনো উপায় নেই, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না। ইসির রোল প্লে করার কোনো সুযোগ নেই। এটাই আমাদের রুল, আপনারা আসেন নির্বাচনে। আপনারা নিজেদের মধ্যে সংলাপ করুন। সংলাপ করে বিরাজমান কোনো দুরত্ব যদি থাকে, কোনো সংশয় যদি থাকে এবং বিরোধ থাকে, তা মিটিয়ে ফেলে নির্বাচন কমিশনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করুন।

শতভাগ সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইভিএমেও যেমন পুরোপুরি সম্ভব নয়, ব্যালটেও পুরোপুরি সম্ভব নয়। 

আগাম ভোটের বিষয়ে সিইসি বলেন, আগাম ভোটের কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না। একাডেমিকলি আমাদের মধ্যে আলোচনা হয়েছে, ওটাকে কেউ মিসকনসিভ করে প্রচার করেছে যে আগাম নির্বাচনের সম্ভবনা আছে। এটা একেবারেই সঠিক নয়। আমরা ডিসেম্বরের শেষ অথবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্তুতি নিচ্ছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব